ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমানে ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দ; একজন নারীসহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামের ধৃত ০২নং আসামি মোঃ শামীম রহমান এর বসতবাড়ীতে তল্লাশীকালে তার রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে অবস্থিত ৩৫৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজিব (২৭), পিতা-মৃত আবু সাঈদ, ২। মোঃ শামীম রহমান (৪২), পিতা-মোঃ আব্দুর রশিদ এবং ৩। মোছাঃ বিলকিস বেগম (৪০), স্বামী-মোঃ শামীম রহমান, সর্ব সাং-বনচুকি, ৬নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চাঁদার অভিযোগ এনে থ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসে...
নড়াইল প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে ব...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া বাজার থেকে অভিযান চা...

মন্তব্য (০)