• সমগ্র বাংলা

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সদর উপজেলার হারাটি গ্রামে সতী নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো নির্মাণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সাঁকোটি নির্মাণের ফলে এখন টাপু,ছেকনাপাড়া ও চোঙাদারা ৩টি গ্রামের ৭হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হলো লালমনিরহাট জেলা সদরের সাথে। সাঁকোটি নির্মাণে এ অঞ্চলের মানুষ অনেক খুশি।

তবে তাদের দাবি নদীটির উপর স্থায়ী পাকা সেতু নির্মাণের।
দেখা যায়,লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সতি নদী পাড় হয়ে জেলা সদরে যোগাযোগের জন্য কোনো সেতু স্থাপিত হয়নি দীর্ঘ সময়েও।

এর ফলে সতী নদীর অপর প্রান্তের টাপু,ছেকনাপাড়া ও চোঙাদারা গ্রামের ৭হাজার মানুষ যোগাযোগ বঞ্চিত ছিল লালমনিরহাট জেলা সদরের সাথে। বাঁশ বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হত ওই তিন গ্রামের মানুষ।অনেক সময় রোগী বা শিক্ষার্থীরা নদীতে পড়ে আহত হয়ে পড়ে।এ দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে লালমনিরহাট জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

তারা স্বেচ্ছাস্রমে দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে ১শ৬৫ ফুট লম্বা ও ৪ ফুট প্রশস্ত দৃষ্টিনন্দন একটি মজবুত বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন।
আজ বুধবার বিকেলে এ সাঁকোর উদ্বোধন করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

দীর্ঘ সময় পর হলেও এ সাঁকোটি নির্মাণে খুশি এলাকার লোকজন।তবে তাদের দাবি অবিলম্বে এ নদীটির উপর স্থায়ীভাবে পাকা ব্রিজ নির্মাণের।

স্থানীয় আব্দুল আজিজ ও হোসেন আলী বলেন, আগে বাঁশ বেয়ে নদী পার হতাম। তাতে অনেক দুর্ঘটনা ঘটতো। ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পেত। রোগী আনা নেওয়া খুব কঠিন হতো। অস্থায়ী হলেও এ সাঁকোটি পেয়ে আমরা খুবই খুশি। তবে আমাদের দাবি এই নদীর উপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের।

লালমনিরহাট জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন,ওই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে অস্থায়ীভাবে আমরা বাঁশ দিয়ে এ সাঁকোটি নির্মাণ করে দিয়েছি। জাতীয়তাবাদী যুবদলের লালমনিরহাট জেলার আহবায়ক আনিছুর রহমান আনিছ বলেন,স্থানীয় ইউনিয়ন যুবদল নেতাদের সঙ্গে নিয়ে অত্র এলাকার মানুষের নদী পারাপারের ভোগান্তি কমাতে বাঁশ দিয়ে স্বেচ্ছাস্রমের ভিত্তিতে এই সাঁকোটি নির্মাণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেলায় বিভিন্ন সড়কে খানাখন্দক ভরাটকরণ, মশক নিধন,জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করে আসছি। যা অব্যাহত রয়েছে।

এ সাঁকোটি উদ্বোধনকালে স্থানীয়দের সাথে একমত বিনিময় সভায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,যুবদলের নেতাকর্মীরা স্থানীয় মানুষের চলাচলের জন্য সতী নদীর ওপর এ সাঁকোটি সাময়িকভাবে তৈরি করেছে। এখানে একটি পাকা সেতু নির্মাণের জোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কথাবার্তা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo