• সমগ্র বাংলা

পাবিপ্রবি'র শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘ওয়ার্কশপ অন ফিনানসিয়াল ম্যানেজমেন্ট অব হিট প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় হিট প্রজেক্টে গবেষণা প্রকল্প জমাদানকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‌'একাডেমিক চাপ যতই থাকুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিন শেষে একজন গবেষক। তাঁকে গবেষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। গুণগত শিক্ষা দিতে হলে গবেষণা করতে হবে। নিজের যোগ্যতা প্রমাণের জন্যও গবেষণার বিকল্প নেই। যারা ভালো গবেষক ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবেন। গবেষণার মাধ্যমে সীমাবদ্ধতাকে জয় করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক হলো আমাদের বেশিরভাগ শিক্ষক তরুণ। তরুণরা  সবকিছুতে এগিয়ে থাকে। তারুণ্যই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন তিনি।'
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, 'সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সরকারি অর্থ পাওয়ার চেয়ে ব্যয় করা কঠিন। গবেষণার জন্যও আর্থিক আইন জানতে হবে। এজন্য আর্থিক পরিকল্পনা থাকা দরকার। সবকিছুর জন্য পদ্ধতি অনুসরণ করতে হবে। আইন জানা থাকলে অর্থ ব্যয় করার পদ্ধতি যথাযথ হয় । আইন জানার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।'

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।

মন্তব্য (০)





image

নড়াইলে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নড়াইল প্রতিনিধি : 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জী...

image

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সদর উপজেলার হারাটি গ্রামে সতী নদীর ও...

image

প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চা...

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫...

image

নড়াইলে বাড়ির সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা শহরের ভাদুলিডাঙ্গা এলাকায়...

image

সোনারগাঁয়ে জামায়াতের এমপি হলে বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সং...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর মনোনীত (নারায়ণগঞ্জ-৩...

  • company_logo