
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে এবং সংবাদমাধ্যমে প্রচারিত খবর নিয়ে আপত্তি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা যুবদল।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে স্বতন্ত্র এমপি একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে এর সঙ্গে জেলা যুবদলের কোনো সদস্যের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।
তিনি আরো জানান, একে আজাদ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভিত্তিহীনভাবে দাবি করেছেন যে এই হামলার পেছনে যুবদলের হাত রয়েছে। এটি দেশব্যাপী যুবদলকে হেয় করার বৃহত্তর অপপ্রয়াসের অংশ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই বক্তব্যের সত্যতা যাচাই না করেই বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচারিত হয়েছে, যা জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা একে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবদলের বিরুদ্ধে চালানো একটি "পরিকল্পিত তথ্য সন্ত্রাস" হিসেবে আখ্যায়িত করেন।
জেলা যুবদল এই ভিত্তিহীন অভিযোগ ও প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে তারা চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সংবাদমাধ্যমগুলোর কাছে আরও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানায়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ এবং সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ সহ জেলা যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধি : 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জী...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সদর উপজেলার হারাটি গ্রামে সতী নদীর ও...
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা শহরের ভাদুলিডাঙ্গা এলাকায়...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর মনোনীত (নারায়ণগঞ্জ-৩...
মন্তব্য (০)