
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে গিয়ে তিন বছরের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮ টার দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন।
নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।
অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুইটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিক বার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনা পড়ে আছে।
জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।
চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেট...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দার সেই পা দিয়ে লিখে এইচ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মসজিদের চাবি না দেওয়ায় ব...
নিউজ ডেস্কঃ নাটোরের লালপুরে দুই শতাধিক যৌথবাহিনীর অভিযানে ইম...
মন্তব্য (০)