• সমগ্র বাংলা

নড়াইলে টাইফয়েড টিকাদান কনসালটেশন ওয়ার্কশপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে মিডিয়া কর্মীদের অংশগ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৯ অক্টোবর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ।

ঢাকা থেকে ভার্চয়ালী যুক্ত ছিলেন গণসংযোগ অধিদপ্তর, ঢাকার উপ –পরিচালক (অর্থ ও লজিষ্টিক) মিজ নাসিমা খাতুন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস, এম আব্দুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ রোস্তাম আলী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠক প্রবাহের সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতিরি সভাপতি ও দৈনিক পাঠক প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. তারিকুজ্জামান লিটু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন।

সভায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল ভাবে সম্পন্ন করতে কি কি করণীয় এবং এর কর্ম পরিকল্পনা বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং এ বিষয়ে কোন প্রকার গুজব  বিভ্রান্তীকর সংবাদ প্রচার না হয় সেদিকে সাংবাদিকদের সহযোগীতাসহ এ বিষয়ে সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় ।

এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৯ থেকে ১৫ বছর বয়সী প্রায় ২ লাখ ১৩ হাজার ৭ শত ১৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে, যার মধ্যে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ের।

এর আগে সকাল ১০ টায় সিভিল সার্জন অফিস, নড়াইলের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এক নড়াইল সিভিল সার্জন অফিসের সভা কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পি, ইপিআই অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আড়াইহাজারে টিকটক করতে গিয়ে মেয়ে দগ্ধ, বাচাতে গিয়ে মায়ের ম...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাড়ীর ছাদে ট...

image

জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভ...

image

গৌরীপুরে উদ্বোধনের দেড় বছর পরেও অচল পাবলিক টয়লেট

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে,নারী শিশু সহ আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের ...

image

লালমনিরহাটে নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর...

লালমনিরহাট প্রতিনিধি : আগামী সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিক...

  • company_logo