• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ছুরিকাঘাতে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের পাঠানীপুল এলাকায় ছুরিকাঘাতে আহত এক অজ্ঞাতনামা (৫৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার (৮ অক্টোবর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঘটে।

পুলিশ ও স্থানীয় স্বাস্থ্যকর্তাদের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিকে প্রথমে পথচারীরা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পেটে ছুরিকাঘাত ছিল এবং শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন দেখা গেছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, "রাতে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পেটে ছুরিকাঘাত ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।"

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, "অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

মন্তব্য (০)





  • company_logo