
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক মামলাবাজ নারীর অত্যাচার আর নির্যাতনের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। গ্রামের অর্ধশতাধিক মানুষকে দিয়েছে মামলা। পুলিশী হয়রানির ভয়ে গ্রামের মানুষ ভয়ে মুখ খুলতে পারেনা। যে প্রতিবাদ করে তার বিরুদ্ধেই শ্লীলতাহানিসহ নারী নির্যাতন মামলা ঠুকে দেয় অভিযুক্ত নারী।
অভিযুক্ত নারী রাবিয়া ইয়াসমিন (২৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের আব্দুর রহিমের কন্যা।
সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানাযায়, অভিযুক্ত নারী খোঁজেখানি গ্রামের অর্ধশতাধিক মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে অভিযুক্ত নারী। সামান্য বিষয়ে দা নিয়ে তেড়ে আসে অভিযুক্ত নারী। জমি নিয়ে বিরোধের জেরে একাধিক ব্যক্তিকে মামলা দায়ের করেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আত্নীয় স্বজনদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন। অনেক যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে মামলা দিয়ে হয়রানি করে আসছে। কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তাকেও দেন শ্লীলতাহানির মামলা। অনেকেই হামলা মামলার ভয়ে নিজের সহায় সম্পতি ছেড়ে দিয়েছে।
ভুক্তভোগী মো. শামসুল হক বলেন, মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে তিনটি অভিযোগ দিয়েছে। যে তাদের অপকর্মের প্রতিবাদ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার ভয়ে আমরা মুখ খুলতে পারিনা। এলাকার কমপক্ষে ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা মুক্তি চাই।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে কি বলবো তার সঙ্গে ১০ জন পুরুষ পারবে না। জমি নিয়ে বিরোধের জের রাম দা হাতে আমাদের ধাওয়া করে। তার সঙ্গে ভয়ে আমাদের এলাকার মানুষ কথা বলে না।
ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, অভিযুক্ত নারী আমার আত্নীয়। তার ফুফুকে আমি বিয়ে করছি। কিন্তু এই নারীর অত্যাচারে আমি অতিষ্ঠ। আমার বয়স বর্তমানে প্রায় সত্তোর বছর। আমাকেও এই নারী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্লীলতাহানির মামলা ঠুকে দেয়।
অভিযুক্ত রাবিয়া ইয়াসমিন বলেন, যাদের সাথে জমি নিয়ে ঝামেলা এবং আমার গায়ে হাত তোলে, হুমকি দেয়, আমি শুধু তাদের নামে মামলা দিয়েছি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এই নারীর বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন তাদের হয়রানি করছে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাড়ীর ছাদে ট...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের ...
নড়াইল প্রতিনিধি : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে মিডিয়া কর্মীদ...
মন্তব্য (০)