
ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ চুলাই মদ (বাংলা মদ)। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ১৫ হাজার লিটার চুলাই মদ ধ্বংস করা হয় এবং ৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপ্টেন আরমান। এ সময় বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
যৌথ বাহিনীর সদস্যরা মাটি খুঁড়ে একে একে উদ্ধার করেন ড্রাম ভর্তি চুলাই মদ। পরে স্থানীয় জনসম্মুখে ওই মদ ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া গ্রামের কিছু ব্যক্তি বসতবাড়ি, পুকুরপাড় ও বাগানের মাটির নিচে গোপনে চুলাই মদ তৈরি করে আসছিল। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ সময় ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা। স্থানীয়রা জানান, এসব অবৈধ মদের কারণে এলাকার যুব সমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছিল।
অভিযানের ফলে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান চলতে থাকলে চুলাই মদের মতো মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ হবে।
অভিযান শেষে যৌথ বাহিনীর সদস্যরা আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ব্যাংকিং খাত...
মন্তব্য (০)