
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে পুলিশের হাতে সোপর্দ করার পর তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামের এক যুবকের ওপর হামলা চালায়। গুরুতর আহত নয়ন জানান, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পর ডন সাগর ও তার লোকজন তাকে রাস্তায় আটকে ফেলে। তাদের হাতে ছিল চাইনিজ চাপাতি। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে, ফলে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে আসে। পরবর্তীতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল। এদিকে ডন সাগরকে গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ব্যাংকিং খাত...
মন্তব্য (০)