
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সম্পত্তি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের চেক মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই চেকগুলো জমির মালিকদের হাতে তুলে দেন।
এদিন জেলার মহাদেবপুর উপজেলার গোপীনাথপুর ও দোহালী মৌজায় আত্রাই ব্রীজের এপ্রোচ/একসেস সড়ক নির্মাণের জন্য উপজেলার গোপীনাথপুর গ্রামের ধনপতি সরকারের ছেলে সুধৃতি কুমার সরকারের হাতে গাছপালা মূল্য বাবদ ১৯,৫০২ টাকা ও জমির মূল্য বাবদ ৫,৪৩,৮২০ (১০জনের নামে) টাকার দুটি চেক প্রদান করা হয়। একই গ্রামের কালিপদ সরকারের ছেলে হারাধন সরকারের হাতে জমির মূল্য বাবদ ৮২,৮৯১ টাকার চেক তুলে দেওয়া হয়।
অপরদিকে “নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্পের বদলগাছী উপজেলাধীন গোয়ালভিটা মৌজায় ঐতিহাসিক পাহাড়পুর সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি ও গাছপালার মূল্য বাবদ জয়পুরহাট জেলার শান্তিনগর গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে মো: ছানোয়ারের হাতে ১,৪৭,৮৭,১২২টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ভ’মি অধিগ্রহণের টাকা পেতে কোন ব্যক্তিকে একটি টাকার মিষ্টি খাওয়া কিংবা অন্য কোন বিষয়ে কোন অর্থ প্রদান না করতে জমির মালিকদের সতর্ক করেন। এটি সরকারি প্রক্রিয়া যা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এছাড়া ক্ষতিপূরনের অর্থ জেলা প্রশাসকের নিকট আসা মাত্রই প্রক্রিয়া শেষে মালিকদের কাছে পৌছে দেওয়া হয়। সকল প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লেগে যায়। যার কারণে কিছু কিছু জমির মালিক দেরী হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করে বসেন যা সত্যিই জেলা প্রশাসনের জন্য খুবই কষ্টের বিষয়। এমন ঘটনাগুলো সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাদের জন্য শোভনীয় নয়। তাই যে কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জেনে ও বুঝে যৌক্তিক বিষয়ে অভিযোগ করার প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ব্যাংকিং খাত...
মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
বালুডাঙ্গা হইতে বদলগাছী পর্যন্ত রাস্তা প্রসস্থ করনের জন্য যে জমি গুলো এ্যাকোয়ার করা হয়েছে আট ধারার নোটিশ পাওয়ার পরও টাকার চেক দেওয়া হচ্ছে না। প্রায় সাত মাস হতে চলেছে। যদিও বা কীর্তিপুর মৌজায় এখনো আট ধারার নোটিশ দেওয়া হয় নাই। এ গুলো কবে নাগাদ সমাধান হবে জানতে চাই প্লীজ।