
ছবিঃ সিএনআই
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : পরকীয়ায় বাধা দেয়ার কারণে স্বামীকে হত্যা করে শরীরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে স্বামী জুয়েলকে হত্যার এ ঘটনা ঘটেছে।
রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বসতঘর থেকে জুয়েলের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্ত্রী ঝুমানা আক্তারকে। জুয়েল প্রবাসে থাকেন দীর্ঘদিন। সে নয়ানগর গ্রামের মৃত আজহার উদ্দিন ও লাইলী বেগমের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, প্রায় ৮বছর আগে বাহরাইন প্রবাসী জুয়েলের সাথে ঝুমানার বিয়ে হয়। তাঁদের ঘরে ৬বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর জুয়েল বিদেশ চলে যায়। এরপর পরকীয়ায় জড়িয়ে পড়েন ঝুমানা। ২মাস আগে বাহরাইন থেকে জুয়েল দেশে ফেরার পর স্ত্রীর পরকীয়া ও উচ্ছৃঙ্খল চলাফেরা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনার জেরে স্বামীকে হত্যার পর আগুনে দগ্ধ করেছে বলে পরিবারের অভিযোগ।
রোববার রাতে প্রতিবেশীরা জুয়েলের ঘর থেকে ধোঁয়া উড়তে দেখে চিৎকার দেয়। এসময় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসে খাটের উপর থেকে প্রবাসী জুয়েলের লাশ উদ্ধার করে। আজ সোমবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জুয়েলের বোন ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, পরকীয়ায় বাধা হওয়ার কারনেই তার ভাইকে ঝুমা ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দেয়। তিনি ঝুমানা ও তার সহযোগিদের বিচার দাবি করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আলামত থেকে বুঝা যাচ্ছে হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে আরো নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ব্যাংকিং খাত...
মন্তব্য (০)