• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছায় জামায়াতে ইসলামী  বিশাল বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি :  জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার বাদ আসর মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মিছিলটি ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিস পর্যন্ত যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়।

পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়া বক্তব্য রাখেন জেলা শূরা পরিষদ সদস্য মাওলানা বদরুল আলমসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

অন্যদিকে একইদিন বাদ আসর মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীসহ স্থানীয় নেতারা।

এছাড়া বাদ জুমা মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে বাংলাদেশ খেলাফত মজলিসও পৃথক বিক্ষোভ মিছিল করে। উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম প্রমুখ।
 

মন্তব্য (০)





image

জামালপুর ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রার্থী ...

জামালপুর প্রতিনিধি : জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত কর...

image

ফ্যাসিবাদ পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে - ফরিদপ...

ফরিদপুর  প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ...

image

৫ দফা দাবিতে চাটমোহরে ইসলামি দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ

পাবনা প্রতিনিধি : ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ সম...

image

বগুড়ায় শারদ আর্শীবাদ জানাতে এমপি প্রার্থীর বাড়িতে ধর্মীয় ...

বগুড়া প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বী মানুষদের ব্যতিক্রমী ভালো...

image

নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ...

  • company_logo