
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বী মানুষদের ব্যতিক্রমী ভালোবাসায় সিক্ত হয়েছেন গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) সংসদ সদস্য প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ।
রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদ উৎসবের ১দিন আগে বগুড়ায় তার নিজ বাড়িতেই আশীর্বাদ জানাতে ছুটে এসেছিলেন সাঘাটার প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ।
পূজার আগে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে নিশাদের সেউজগাড়ির বাড়িতেই যেন সৃষ্টি হয়েছিল শারদ উৎসবের এক অন্যরকম আমেজ।
এ সময় নাহিদুজ্জামান নিশাদ নেতা হিসেবে নয় তাদের পরিবারের একজন সদস্য হিসেবে সাঘাটার প্রায় ৪৫ থেকে ৫০টি পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের হাতে শারদ উপহার তুলে দেন। অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কেউ যখন নিশাদকে আঁকড়ে ধরছিলেন তাদের বুকে আবার কেউবা পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তার মাথায়। বিগত সময়ে নিশাদের নানা ইতিবাচক কর্মকাণ্ডের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তারা সকলেই ধর্মীয় সম্প্রীতি রক্ষার স্বার্থে নিশাদকে সাঘাটা-ফুলছড়ি আসনে এবারো নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান।
মতবিনিময় সভায় ২নং ভরতখালি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার বর্মণ ও সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বর্মন, মিঠু চন্দ্র সাহাসহ সাঘাটার প্রায় ৫০টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসময় নাহিদুজ্জামান নিশাদ বলেন, একজন নেতার জন্য এটি সত্যিই সর্বোচ্চ প্রাপ্তি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মত না। পূজার যখন বাকি মাত্র এক দিন তখন তারা নিজেদের পরিবারের সদস্যদের সময় না দিয়ে তার বাড়িতে ছুটে এসেছেন তাকে শুধুমাত্র আশীর্বাদ জানাতে এটি অনেক বড় পাওয়া।
তিনি বলেন, সম্প্রতি তিনি তার নির্বাচনী এলাকায় নানা ব্যস্ততায় যেতে পারেননি তাই সাঘাটা উপজেলার প্রায় ৪৫ থেকে ৫০ টি পূজা মন্ডপের ধর্মীয় নেতারা নিজেরাই এসেছিলেন তার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করতে। তিনি সকলের ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শারদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত কর...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ...
ময়মনসিংহ প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ...
পাবনা প্রতিনিধি : ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ সম...
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ...
মন্তব্য (০)