• সমগ্র বাংলা

সেবা গ্রহিতাদের চাহিদা ও কর্মীরা সততা নিয়ে কাজ করলে তথ্য আপা প্রকল্প থাকতে পারে: সিনিয়র সচিব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেন, “সেবা গ্রহিতা প্রান্তিক নারীরা চাইলে এবং তথ্যআপারা সততার সঙ্গে কাজ করলে তথ্যআপা প্রকল্প অব্যাহত থাকবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তবে কুসংস্কার ও দারিদ্র্য দূর করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। পরিবার, সমাজ ও রাষ্ট্র মিলেই এ অপসংস্কৃতি প্রতিরোধ করা সম্ভব। এই কাজে তথ্যআপা প্রকল্প কার্যকর ভূমিকা রাখতে পারে।”

পটুয়াখালী প্রান্তিক নারীদের জন্য বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বদরপুর ইউনিয়নে তথ্যআপা প্রকল্পের তথ্যকেন্দ্রে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ এবং সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব মো: বোরহান উদ্দিন মিঠু।

এছাড়াও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সকল তথ্যসেবা কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত নারীরা জানান, এই ধরনের উঠান বৈঠক তাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা ভবিষ্যতে প্রতিবেশী ও পরিবারকে আরও সক্রিয়ভাবে সচেতন করার চেষ্টা করবেন। তাই সিনিয়র সচিবসহ সরকারের কাছে তথ্য আপা প্রকল্প চলমান রাখার দাবী জানান।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক সারাদেশে তথ্য আপা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প থেকে তৃণমূল নারীদের দোড়গোড়ায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে থাকেন। 

কয়েকদিন আগে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা ব্যাপক আন্দোলন করে।

মন্তব্য (০)





image

জামালপুর ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রার্থী ...

জামালপুর প্রতিনিধি : জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত কর...

image

ফ্যাসিবাদ পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে - ফরিদপ...

ফরিদপুর  প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ...

image

ময়মনসিংহের মুক্তাগাছায় জামায়াতে ইসলামী  বিশাল বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি :  জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ...

image

৫ দফা দাবিতে চাটমোহরে ইসলামি দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ

পাবনা প্রতিনিধি : ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ সম...

image

বগুড়ায় শারদ আর্শীবাদ জানাতে এমপি প্রার্থীর বাড়িতে ধর্মীয় ...

বগুড়া প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বী মানুষদের ব্যতিক্রমী ভালো...

  • company_logo