• বিনোদন

বাংলাদেশকে নিয়ে পোস্ট, ভক্তদের ভালোবাসায় সিক্ত হানিয়া আমির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন তিনি। এরপর সন্ধ্যায় বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্য করে আরেকটি পোস্ট দেন এই লাস্যময়ী অভিনেত্রী, যা মুহূর্তেই ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া নিজের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে বাংলা ভাষায় লেখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো।’ তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার যোগ করে একটি লাভ ইমোজি দেন। 

পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর বাংলাতে লেখা ক্যাপশন মুহুর্তেই বাংলাদেশি ভক্তদের হৃদয় জয় করে নেয়।  তারাও ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।  মাত্র এক ঘণ্টায় পোস্টটি রিয়েক্ট পড়েছে ৬০ হাজার, কমেন্ট ৫ হাজার। 

জাহিদ হাসান নামের একজন কমেন্টে লিখেছেন, ‘বাংলাদেশে স্বাগতম। এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। ঢাকার কর্মচঞ্চল রাস্তা থেকে শুরু করে সুন্দরবনের নীরব সৌন্দর্য—অন্বেষণ ও আবিষ্কারের মতো অনেক কিছুই এখানে রয়েছে। আমরা আপনার হাসি ভালোবাসি।’ 

সাজিদুর রহমান জিসান লিখেছেন, ‘বাংলাদেশ ভ্রমণে আপনাকে স্বাগতম, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক।’ 

জয় মারমা লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী বাংলা ভাষা লিখেছে, আমি অভিভূত।’ 

কয়েক জন আবার মজা করে লিখেছেন, ‘দুর-ই-ফিশানকেও আপনার সঙ্গে নিয়ে আসা উচিত ছিলো।’

এদিকে আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া আমির ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। 

পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে সুখবর। ঢাকায় অবস্থানকালে এই লাস্যময়ী অভিনেত্রী ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

২০১৬ সালে অভিনয়ে নাম লেখান হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া।

এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

মন্তব্য (০)





image

আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা দেব এবারের দুর্গাপূজায় ‘রঘু ডাকাত&rs...

image

সিন্ডিকেটের বেড়াজালে আটকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক :  ঢালিউড অভিনেত্রী দিলারা ...

image

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ গান গেয়ে ভাইরাল মার্কিন সেনারা

বিনোদন ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর এক সদস্যে গাইছেন কো...

image

শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ফের বিয়ে করেছেন। গণমাধ্য...

image

এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পূর্ণিমার

বিনোদন ডেস্ক :  শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়া...

  • company_logo