• বিনোদন

ওই দৃশ্য করার কথা ভাবতেও পারিনি: মোহিনী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নব্বই দশকের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোহিনী দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন। অভিনেত্রী দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এ তালিকায় রয়েছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজ কুমার, বিজয় কান্ত, বিষ্ণু বর্ধন, বিক্রম, রবিচন্দ্রন, সুরেশ বাবু প্রমুখ।

মোহিনী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চিন্না মরুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘ইনাথে চিন্তা বিষয়ম’, ‘ওরু মরাভাথুর কানাভু’, ‘থায়াগম’ ও ‘নিশব্দা’। সবশেষ ২০১১ সালে মালায়ালাম রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘কালেক্টর’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি দীর্ঘ ক্যারিয়ারের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ১৯৯৪ সালের ‘কানমানি’ সিনেমায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

আভল বিকাটানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিনী ক্যারিয়ারসেরা সময়ে একটি কালো অধ্যায়ের কথা জানিয়েছেন। সেই সময় তিনি নির্মাতা আরকে সেলভামনির ‘কানমানি’ সিনেমায় অভিনয় করেন। এটি রোমান্টিক ঘরানার হলেও এর একটি দৃশ্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

নির্মাতা সেলভামনি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্য ধারণ করতে। কিন্তু এতে অভিনেত্রী এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে, একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এবং দৃশ্যটি করতে অসম্মতি জানান।

এমন সিদ্ধান্তের কারণে সিনেমার শুটিং কয়েক ঘণ্টা বন্ধও হয়েছিল। মোহিনী বলেন, তখন আমি সাঁতারই জানতাম না। আবার অর্ধ-পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে কীভাবে শিখব? সেই সময় নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। এ কারণে ওই দৃশ্য করার কথা ভাবতেও পারিনি। পরে বাধ্য হয়েই সেটি করেছি।

একপর্যায়ে সিনেমার প্রযোজনা যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য দৃশ্যটি শেষ করেন তিনি। পরে পুনরায় যখন একই ধরনের দৃশ্যের শুটিং করার জন্য অনুমতি চাওয়া হয়, তখন স্পষ্টতভাবেই না করে দেন অভিনেত্রী মোহিনী।

অভিনেত্রী বলেন, আমি বলেছিলাম— এটি তোমাদের সমস্যা, আমার নয়। আগে যেমন জোর করে করিয়েছিলে, তেমনটি আর সম্ভব হবে না। 

তিনি বলেন, কানমানিই একমাত্র সিনেমা, যেখানে নিজের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত গ্ল্যামারসরূপে পর্দায় নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি।

মন্তব্য (০)





image

‎‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আলফী আ...

বিনোদন প্রতিবেদকঃ মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫...

image

আগে মিমিদির মতো নিজেকে তৈরি করব, তারপরই খোলামেলা: স্বস্তিকা

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অভিনেত্রী স্বস্তিকা দত্ত তিলে তি...

image

অভিনয় ছেড়ে ধর্মের পথে তামিম, রিজিক নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক: একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা...

image

এআই ট্রেন্ডে যুক্ত হয়ে যে বার্তা দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক : ডিজিটাল যুগে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই। আ...

image

‎ফাহাদের পরিচালনায় ‘বিয়ের শান্তি চুক্তি’

বিনোদন প্রতিবেদকঃ বাসর ঘরে বিড়াল মারা নামক প্রবাদ শুনে অভ্যস...

  • company_logo