• বিনোদন

আগে মিমিদির মতো নিজেকে তৈরি করব, তারপরই খোলামেলা: স্বস্তিকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অভিনেত্রী স্বস্তিকা দত্ত তিলে তিলে নিজেকে তিলোত্তমায় গড়ে তুলেছেন। নিজের শরীরের প্রতি যত্ন নিয়েছেন। আর তা থেকে অনেকটাই বাহ্যিক পরিবর্তন ঘটেছে অভিনেত্রীর। দর্শকদের কাছেও যাতে একঘেয়ে না হয়ে ওঠেন, তার জন্য সদাসতর্ক তিনি। বেছে বেছে চরিত্র নিচ্ছেন নানা ধরনের। কখনো ভৌতিক সিনেমায়, আবার কখনো প্রেমের সিরিজে নিজেকে সপে দিচ্ছেন।

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরেই স্বস্তিকা দত্ত ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে। এর বিপরীতে আছেন দুই নায়ক গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায়। বিশ্বকর্মা পূজার আগের দিন থেকে শুটিং শুরু হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ১৪ বছর টালিউডে টিকে থাকার পরও স্বস্তিকা দত্ত এত অঙ্ক কষে চলেন কেন?—এমন প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে জবাব দেন অভিনেত্রী—এক পেশায় এতদিন ধরে টিকে থাকতে গেলে একটু ভেবে চলতেই হয়। তার জন্য হিসাব করিনি কখনো। কারণ বেশি বাছাবাছি করলে কাজই পাব না। চেষ্টা করেছি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে। এবং সেগুলো নায়িকাকেন্দ্রিক হলে আরও ভালো। 

ছোটপর্দায় যদি তার নায়িকারূপ জনপ্রিয়, বড়পর্দায় তার জনপ্রিয়তা কিন্তু খলনায়িকা হিসাবে। অরিত্রের ‘ফাটাফাটি’ সিনেমার ‘বিকি সেন’কে দেখে দর্শক রেগে গেলেও তার আকর্ষণ অস্বীকার করতে পারেনি। এ কথা বলতেই আবার হাসিমুখ অভিনেত্রীর। সে জন্যই তিনি একঘেয়ে চরিত্রে অভিনয় করতে চান না বলে জানান স্বস্তিকা দত্ত।

টিকে থাকতে গেলে নায়িকাদের নাকি খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়। এটা নাকি ইন্ডাস্ট্রির অলিখিত ‘নিয়ম’। যদিও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, শ্রুতি দাস খোলামোলা পোশাক পরবেন না বলেছেন। স্বস্তিকা কী করবেন?

অভিনেত্রী বলেন, মিমি চক্রবর্তীকে ‘রক্তবীজ ২’-তে বিকিনিতে দেখেছেন। নিজেকে তৈরি করে, তবে এই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন মিমিদি। আমিও এটাই করব। স্বস্তিকা আগে খোলামেলা পোশাকের জন্য শরীর গড়বেন। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের কতটা প্রয়োজন, সেটা আগে বুঝবেন। তার পর রাজি হওয়ার কথা ভাববেন বলে জানান স্বস্তিকা দত্ত।

অভিমন্যুর রোমান্টিক সিরিজের নায়িকা চরিত্র সে ক্ষেত্রে কতটা আলাদা যে অভিনেত্রী রাজি হলেন? স্বস্তিকা বলেন, খুব মিষ্টি চরিত্র। নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। আমার বিপরীতে গৌরবদা ও অনিন্দ্যের মতো অভিনেতা আছেন। আর কী চাই, বলুন? 

গৌরব না অনিন্দ্য— নায়ক হিসাবে কার দিকে পাল্লা ভারি?— এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কেউ নন; পরিচালক অভিমন্যুদাকে আমার বেশি ভালো লাগে।

মন্তব্য (০)





  • company_logo