• বিনোদন

আমিশার নিশানায় কি দীপিকা, যা বললেন অভিনেত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সম্পর্কে নারীরাই বেশি প্রতারণা করে থাকেন। বিয়ের আগে একসঙ্গে তিন-চারজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়ান বলেও জানান আমিশা প্যাটেল। সম্প্রতি রণবীর ইলাহাবাদিয়ার এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলিউড অভিনেত্রী। কার উদ্দেশে এমন কথা বললেন আমিশা, সেই প্রশ্ন তুললেন নেটিজেনরা।

সেই সাক্ষাৎকারে নতুন প্রজন্মের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী আমিশা প্যাটেলকে। আজকাল সম্পর্কে প্রতারণা করা কোনো বড় বিষয়ই নয় উল্লেখ করে অভিনেত্রী বলেন, হ্যাঁ আজকাল ঠকানো কোনো ব্যাপারই নয়। সবচেয়ে বড় কথা— এর জন্য কোনো অনুতাপও হয় না এই প্রজন্মের। কিচ্ছু যায় আসে না তাদের।

আমিশা বলেন, আর নারীরাই বেশি প্রতারণা করে থাকেন। এখন তো নারীরা বিষয়টি নিয়ে খুব খোলাখুলি। তিনি বলেন, আমাকেই কয়েকজন নারী বলেছেন— বিয়ে করার আগে আমি আরও চারজন পুরুষের সঙ্গে মেলামেশা করে দেখেছিলাম। তারপর সিদ্ধান্ত নিই কোন পুরুষকে বিয়ে করব।

অভিনেত্রী বলেন, সম্পর্কে প্রতারণা করলে আগে মানুষের মনে সামান্যতম হলেও অনুতাপ হতো, কিন্তু এখন সেটা নেই। বিবেক আর পাপবোধ ছিল মানুষের মধ্যে; কিন্তু এখন নেই। তিনি বলেন,  আগে মানুষের মধ্যে অন্তত কিছু ভয় কাজ করত। কিন্তু আজকাল মানুষের সে বিষয়ে কিছুই যায় আসে না। এদের কাছে প্রতারণা করা খুবই সহজ একটি বিষয়। স্ত্রী বা প্রেমিকা প্রতারণার কথা জানতে পারছে না, তা নিয়ে বিন্দুমাত্র পাপবোধ নেই এদের বলে জানান আমিশা প্যাটেল।

অভিনেত্রীর এমন মন্তব্য দীপিকা পাড়ুকোনকে ইঙ্গিত করে বলেই নেটিজেনরা মনে করছেন। তাদের কথা মনে করিয়ে দিয়েছে, তাই এক নেটিজেন খোঁচা দিয়ে বলেছেন— আমিশা প্যাটেল মনে হয় দীপিকার জন্যই এ মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এর আগে সঞ্চালক করণ জোহরের অনুষ্ঠানে দীপিকা জানিয়েছিলেন— বিয়ের আগে রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি অন্য পুরুষের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং মেলামেশা করেছেন। সবার সঙ্গে মিশে বুঝতে পেরেছেন, রণবীরই তার জন্য সঠিক পুরুষ।

 

মন্তব্য (০)





image

আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা দেব এবারের দুর্গাপূজায় ‘রঘু ডাকাত&rs...

image

সিন্ডিকেটের বেড়াজালে আটকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক :  ঢালিউড অভিনেত্রী দিলারা ...

image

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ গান গেয়ে ভাইরাল মার্কিন সেনারা

বিনোদন ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর এক সদস্যে গাইছেন কো...

image

শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ফের বিয়ে করেছেন। গণমাধ্য...

image

এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পূর্ণিমার

বিনোদন ডেস্ক :  শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়া...

  • company_logo