• সমগ্র বাংলা

টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়ার সময় উপকূলীয় এলাকার গহীন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
‎ 
‎যৌথ বাহিনী জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে কেউ অপহরণের শিকার, কেউ কেউ মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এসে সংঘবদ্ধ দালাল চক্রের হাতে জিম্মি হয়েছে।
‎ 
‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
‎ 
‎উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশুদের। তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক।

‎লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের গোপন আস্তানায় কিছুসংখ্যক লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত কৌশলে পালিয়ে যায়। এ সময় সেখানকার পাহাড় চূড়ায় কয়েকটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এসব আস্তানা থেকে উদ্ধার করা হয় ৬৬ জনকে। 
‎ 
‎উদ্ধারকৃতরা জানিয়েছে, টেকনাফে অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে কয়েকটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র সক্রিয় রয়েছে। চক্রের সদস্যরা উদ্ধারকৃতদের কাউকে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে, কাউকে কাউকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে এখানে এনেছেন। 
‎ 
‎কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িত পাচারকারীদের চিহ্নিত করতে কোস্টগার্ড কাজ করছে। উদ্ধারকৃতদের স্বজনদের কাছে হস্তান্তরে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 
‎ 
‎তবে সকালে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত গণমাধ্যম কর্মীদের তুলে ধরবেন বলে জানান, লে. কমান্ডার সিয়াম-উল-হক।

মন্তব্য (০)





image

কুমিল্লায় মাজার ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২২০০

নিউজ ডেস্ক : কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারসহ কয়েকটি বাড়ি...

image

নওগাঁ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশ...

image

'পাগলা হোটেল' মানসিক ভারসাম্যহীনদের এক আশ্রয়স্থল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মানসিক ভারসাম্যহীনদ...

image

রাণীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মা...

image

‎মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-অগ্নিসংযোগ ‎

নিউজ ডেস্কঃ কুমিল্লার হোমনা উপজেলায় চারটি মাজারে হামলা চালিয়...

  • company_logo