
ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার তুহিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার একলাছ মিয়া, গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রলয় কুন্ডু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক চান মিয়া, বাংলাদেশ জামায়াতী ইসলামী গোপালপুর শাখার আমির হাবিবুর রহমান তালুকদার, আরো উপস্থিত ছিলেল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
সভায় পূজামণ্ডপে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩ কেজ...
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কো...
খুলনা প্রতিনিধিঃ খুলনার সড়ক এখন শুধু যানজট ও দুর্ঘটনার শঙ্কা...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেফতার করতে যাও...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের একহালি সভা...
মন্তব্য (০)