• সমগ্র বাংলা

বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন: ১২ই অক্টোবর শেষ হচ্ছে হজ্জ নিবন্ধন কার্যক্রম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে সায়েম ট্রাভেলস'র আয়োজনে শুক্রবার সকাল থেকে অর্ধদিন ব্যাপী বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় বগুড়াতে ২য় ধাপে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সায়েম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নান। অনুষ্ঠানে আসন্ন হজ্বকে সামনে রেখে করণীয় ও নিজেদের প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরে তিনি বলেন,
এবছর হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের ১২ই অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে। এরপরে সময় আর বাড়বে কিনা তা নিশ্চিত নয়। তাই সময় থাকতেই সকলকে তিনি হজ্জ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান। আব্দুল মান্নান বলেন, দালাল কিংবা মধ্যসত্ত্বভোগীদের পাল্লায় পরে অল্পমূল্যের প্যাকজের চটকদার বিজ্ঞাপন দেখে প্রতিবছর অসংখ্য হজ্জ যাত্রী প্রতারিত হন যা অত্যন্ত দু:খজনক। এছাড়াও সৌদিতে নিয়ে গিয়ে কুরবানী, মানি এক্সচেঞ্জ কিংবা ভাল মানের খাবার সরবরাহের কথা বলে বাড়তি টাকা আদায়ের ঘটনাও ঘটাচ্ছে অনেকে। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে পুরো প্রক্রিয়া জানিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে যাচ্ছেন। মান্নান বলেন, সরকার নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তারা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া থেকে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সম্মানিত হজ্জযাত্রীরা যেন তাদের চাহিদা অনুযায়ী সেবা পান সেই লক্ষ্যে তারা প্রতিশ্রতিবদ্ধ।
সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক যথাক্রমে আ: রব রায়হান এবং রেদওয়ান রাকিবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আসাদুজ্জামান, সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক শায়েখ নজরুল ইসলাম, উত্তরা বাইক সেন্টারের সত্ত্বাধিকারী আবু মোত্তালিব মানিক, শফিকুর রহমান মুন্সী, মহাস্থান মাহিসওয়ার বলখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজকর্মী খোরশেদ আলম, আইবিবিএল এর পক্ষে আখতারুজ্জামান ও তৌহিদুর রহমান রেজা, সমাজসেবক মো: সেলিম, বাঘোপাড়া কলেজের প্রভাষক মোমিনুল ইসলাম, গাবতলী কলেজের প্রভাষক জহুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হজ গমনেচ্ছু ব্যক্তিদের পাশাপাশি ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম সুরুজ, আইটি ব্যবস্থাপক জুয়েল আহমেদ, ব্যবস্থাপক (সেলস) আব্দুল খালেক হিরা, হিসাবরক্ষক মানিক, আইটি এক্সিকিউটিভ আলভী মেহেদী হাসান সাকিব, মোহাম্মদ সাজুসহ বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে পবিত্র হজ্জ উপলক্ষে সঠিক তথ্য প্রচার এবং সহযোগিতার নিমিত্তে এমন আয়োজনের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা হজ্জে যেতে ইচ্ছুক হাজীরা ।

মন্তব্য (০)





image

প্রথমবারের মতো জয় পেতে আটঘাট বেঁধে নেমেছে বিএনপি জামায়াত

গাইবান্ধা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গাইবান্...

image

লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশে চাকরি দরিদ্র ,মেধাবীদের জী...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা,স...

image

পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক...

পাবনা প্রতিনিধি : নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্র...

image

পাইকগাছায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে...

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছ...

image

‎ঈশ্বরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo