
ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১ কেজি ৫৪ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দসহ আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), ইসরাফিল (২৭), আরিফ হাসান (১৮)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে ভোররাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ খিতিশ চন্দ্র রায় এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০ কেজি ৫৪ গ্রাম গাঁজা জব্দসহ খিতিশ চন্দ্র রায় (৪০) ও দ্বিপালী রাণী রায় (৩৮)কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গাইবান্...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা,স...
পাবনা প্রতিনিধি : নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্র...
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
মন্তব্য (০)