
ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেন,ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি বিএনপির স্থানীয় কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
শহরের বারাহীপুর এলাকার স্থানীয় একটি মাঠে গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত ফেনী জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে এখন থেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের অত্যাচারে যে বাংলা ধ্বংস হয়ে গেছে এটাকে পুনর্গঠন করতে হলে বিএনপির ক্ষমতায় আসা অত্যন্ত প্রয়োজন।
ফেনী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাহাব উদ্দিন ভূঁঞা ও জেলা যুবদলের সদস্য তৌহিদুল ইসলাম আকাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কর,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মো: জাহিদুল আলম (ভিপি জাহিদ),জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল হোসেন,জেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
এতে জেলা যুবদলের সদস্য খুরশিদ আলম হারুন, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আল আমিন সরকারসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ সদস্য নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফরিদপুর প্রতিনিধি : অর্থের বিনিময়ে নয়, মেধা আর যোগ্যতা দিয়েই পুলিশে চাকরি পাও...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাংবাদিক সাইমুম সাব্বির শোভনের বাসার গ্যা...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেনাবাহিনীসহ...
পাবনা প্রতিনিধি : কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতারকৃত ...
মন্তব্য (০)