• সমগ্র বাংলা

মহাদেবপুরে ছাগল-হাঁস-মুরগী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপকারভোগীদের মাঝে ছাগল, হাঁস ও মুরগী বিতরন করেছে আলো (এ্যাসিসট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন)। মঙ্গলবার উপজেলার এনায়েতপুর এবং খাজুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে  প্রাথমিক মোট ৭০জনকে  ১টি করে ছাগল, ১০টি করে হাঁস এবং ১০ টি করে  মুরগী বিতরন করা হয়েছে।

আলোর পক্ষে বিকল্প জীবিকায়নের মাধ্যমে পরিবারে নারীদের আয় ও সঞ্চয় বৃদ্ধির  লক্ষ্যে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি এমসিসি বাংলাদেশের সহায়তায়  “গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ফেইস-২” এর অধিনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ মো আল আমিন তান, ভেটেনারী ফিল্ড এ্যসিসট্যান্ট সুলতান হাসান, আলো-এর নির্বাহী পরিচালক মোঃ মাসুদুর রহমান।

আলো’র নির্বাহী পরিচালক মো: মাসুদুর রহমান বলেন, আমরা চাই প্রতিটি পরিবার নিজেদের জীবিকা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠুক। মুরগি, হাঁস ও ছাগল বিতরণের এই উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো আয়ের উৎস তৈরী করতে এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি অতিরিক্ত আয় ও খাদ্য বহুমূখিতা সৃষ্টি  করতে পারবেন। আলো বিশ্বাস করে, ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় পরিবর্তন সম্ভব। তাই সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





  • company_logo