• সমগ্র বাংলা

শ্রীপুরে জবরদখলকৃত ২০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভাবে জবরদখলকৃত ২০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার করে বনায়ন করেছে বনবিভাগ শ্রীপুর রেঞ্জ।এসময় উদ্ধারকৃত বনভূমিতে চিকরাশি, মেহগুনি, জারুল, লটকন, আতা, বহেরা, পিতরাজ, জাম নিমসহ প্রায় ২০ প্রজাতির ১০ হাজার ফলদ বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।এসময় জবরদখলকারী ব্যক্তির সঙ্গে বন কর্মকর্তাদের বাকবিতন্ডা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের নেহালিয়া গ্রামে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়। 

অভিযুক্ত জবরদখলকারী মো. শাহাবউদ্দিন মোড়ল  উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের প্রয়াত মোহর আলী মোড়লের ছেলে। 

অভিযুক্ত মো. শাহাবুদ্দিন মোড়ল বলেন, জমিগুলো আমি দীর্ঘ কয়েক যুগ ধরে দখলে ছিলাম। আমি আদালতে মামলা দায়ের করছি। আপনি রেঞ্জ কর্মকর্তাকে হুমকি দিলেন কেন? এমন প্রশ্নের জবাব তিনি বলেন আমি তেমন কোন হুমকি দেয়নি। 

সাতখামাইর বিট কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, উপজেলার বরমী মৌজার সিএস ৩৯৭ আরএস ৩৮১ নম্বর দাগের ১০ একর বনভূমিতে চিকরাশি, মেহগুনি, জারুল, লটকন, আতা, বহেরা, পিতরাজ, জাম নিমসহ প্রায় ২০ প্রজাতির ১০ হাজার ফলদ বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য লোক নিয়োগ করা হয়েছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, দীর্ঘ পাঁচ যুগের বেশি সময় যাবৎ জবরদখলকারী শাহাব উদ্দিন মোড়ল ৩০ একর সরকারি বনভূমি জবরদখল করে রাখে। এটা নিয়ে বহুবছর যাবত বন বিভাগের লোকজন জবরদখল মুক্ত করতে চেষ্টা করে। কিন্তু অভিযুক্ত শাহাবুদ্দিন মোড়ল তার লোকজন দিয়ে হামলা চালিয়ে মারধর করে বন বিভাগের লোকজনকে। শাহাবুদ্দিনের দাপটের কারণে বন বিভাগ জমি জবরদখল মুক্ত করতে পারেনি। সর্বশেষ বন বিভাগের উর্ধতন কতৃপক্ষের পরামর্শে আইনশৃঙ্খলা বাহিনীসহ বন বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের সহযোগিতায় আজ উচ্ছেদ অভিযান গিয়ে জমি জবরদখল মুক্ত করা হয়। জবরদখল মুক্ত জমিতে ১০ হাজার বিভিন্ন ফলদ বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে বাকি ২০ একর জমিতে বনায়ন করা হবে।

মন্তব্য (০)





image

উলিপুরে নদীতে মিলল শিশুর লাশ, হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চারমাস বয়সের এ...

image

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে ৭ ব...

image

পাবনার উন্নয়নে চার দফা দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্...

পাবনা প্রতিনিধিঃ ‎যমুনা রেল সেতু হয়ে পাবনা ঢাকা-সরাসরি ...

image

পাবনায় অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব তিথি ও মহোৎসব শুরু

পাবনা প্রতিনিধিঃ পুন্য তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল...

image

পাবনায় পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুরের

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারাল...

  • company_logo