
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : দুর্নীতির মামলায় ফরিদপুরের সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। ২০২৩ সালের একটি দুর্নীতি মামলায় রোববার বিকেলে ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত তাঁর জামিন আবেদন বাতিল করে এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার গত বছরের ১১ এপ্রিল তারিকুজ্জামান ও বোয়ালমারীর তৎকালীন উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনের বিরুদ্ধে এই মামলা করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করেছেন। বর্তমানে তারিকুজ্জামান ঢাকায় এবং সানোয়ার হোসেনও ঢাকায় কর্মরত আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন জানান, প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, আজ আদালতে তারিকুজ্জামান জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরেক আসামি সানোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ ব...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মো. ওমর ফারুক (৩৫) নামে এক পেশাদ...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার প...
শেরপুর প্রতিনিধি : হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়...
মন্তব্য (০)