
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে পড়ে জিয়ারুল (৩) ও জমিরন (২) নামের আপন চাচাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলেন- উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মন্ডলের ছেলে জিয়ারুল ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন।
ফরিদপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রামের মধ্য দিয়ে একটি ছোট ডোবা আছে। দুপুরের কোনো এক সময় বাড়ির পাশে ওই ডোবার ওপর থাকা সাঁকো পার হওয়ার সময় দুই ভাইবোন পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ছোট ছোট ছেলেমেয়ে। সাঁতার জানে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অসচেতনতায় এমন দুর্ঘটনা ঘটেছে। যাদের বাড়িতে ছোট শিশু আছে তাদের আরো সতর্ক থাকতে হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ ব...
ফরিদপুর প্রতিনিধি : দুর্নীতির মামলায় ফরিদপুরের সাবেক জেলা খ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মো. ওমর ফারুক (৩৫) নামে এক পেশাদ...
শেরপুর প্রতিনিধি : হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়...
মন্তব্য (০)