• সমগ্র বাংলা

জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে প্রথমবারের মতো নওগাঁয় নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত নওগাঁ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রথমবারের মতো নওগাঁয় শুরু হয়েছে প্রতি মাসের প্রথম কর্মদিবসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিজস্ব পরিকল্পনায় জেলাজুড়ে একযোগে এই অভিযান বাস্তবায়িত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সোমবার নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যার যার অফিসের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথমেই উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি সচেতনতা মূলক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় নয়া সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মসূচির পরিচ্ছন্নতাকর্মীরা পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গন আগাছা মুক্ত করার কাজ অব্যাহত রাখে। একই ভাবে জেলার ১১টি উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন জেলা প্রশাসক স্যারের এমন পরিকল্পনা নি:সন্দেহে ভালো একটি উদ্যোগ। আমরা যদি যার যার চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে অন্তত ডেঙ্গু মশার উৎপাত থেকে আমরা যেমন রক্ষা পাবো তেমনি সুন্দর একটি পরিবেশ সৃজন হবে। তাই নিজেদের নিরাপত্তার জন্য অন্তত নিজেদের বাসযোগ্য চারপাশের পরিবেশটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।  

মন্তব্য (০)





image

উলিপুরে নদীতে মিলল শিশুর লাশ, হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চারমাস বয়সের এ...

image

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে ৭ ব...

image

পাবনার উন্নয়নে চার দফা দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্...

পাবনা প্রতিনিধিঃ ‎যমুনা রেল সেতু হয়ে পাবনা ঢাকা-সরাসরি ...

image

পাবনায় অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব তিথি ও মহোৎসব শুরু

পাবনা প্রতিনিধিঃ পুন্য তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল...

image

পাবনায় পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুরের

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারাল...

  • company_logo