• সমগ্র বাংলা

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এএসআই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার (১৪ই আগস্ট) উধাও হয়েছেন থানার এক এএসআই। ঘটনাটি চাটমোহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ এসআই শাকিল আহমেদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা ও বর্তমানে চাটমোহর থানায় কর্মরত আছেন। অপরদিকে প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। সে গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সাবেক সেনা সদস্য বজলুল হকের ছেলে প্রবাসী শহীদের স্ত্রী।

প্রবাসীর পরিবার ও এ এসআই শাকিল এর পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুন প্রেমের সম্পর্ক গড়ে চাটখিলে একটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই ঘরে তার একটি সন্তান আছে। বিয়ের কিছুদিন পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় সেই সংসার ছেড়ে ঢাকাতে অবস্থান নেন মাসুরা খাতুন। সেখানে চাটমোহর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাবেক সেনা সদস্য বজলুল হকের ছেলে শহীদ চাকরির শোবাদের একই এলাকায় অবস্থান করছিলেন। পরে শহীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পরে মাসুরার বাবা শহীদ কে সৌদি আরবের কাজ করতে নিয়ে যায়। অপরদিকে শহীদের পরিবারের সাথে বনিবনা না হওয়ায় চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়ায় দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন মাসুরা। অপরদিকে এ এসআই শাকিল আহমেদের প্রথম স্ত্রীর একটি সন্তান হওয়ার পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে পুলিশে চাকরিরত আরেক পুলিশ কনস্টেবল এর সাথে বিয়ে হয় এ এসআই শাকিলের। সেই সংসারে দুটো সন্তান আছে। 

প্রায় ছয় মাস আগে চাটমোহর থানায় পোস্টিং হলে থানার পেছনে চৌধুরীপাড়ায় বসবাসরত মাসুরার সাথে সাক্ষ্যতা গড়ে ওঠে শাকিলের। সেই সুবাদেই শাকিলের নিয়মিত যাতায়াত ছিল মাসুরার বাড়িতে। পরে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শাকিল মাসুরাকে নিয়ে বৃহস্পতিবার (১৪ই আগস্ট) আত্মগোপনে চলে যায়। উভয় পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাননি।

বিষয়টি নিয়ে চাটমোহর পৌর সদরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। একই সাথে চাটমোহর থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠান চলাকালীন সময়ও এই থানায় কর্মরত এ এসআই শাকিলের কর্তব্যরত অবস্থায় এহেন কর্মকান্ডকে ভালোভাবে নিতে পারছে না সাধারণ মানুষ। শাকিলের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থাও গ্রহণের অনুরোধ জানান সুধী সমাজ। তারা বলেন সমাজের এইরূপ অবক্ষয়ে প্রশাসনের কর্মকর্তার সরাসরি জড়িত থাকার ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে ও হীন মন-মানসিকতার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির আওতায় এনে পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বানাতে হবে। এছাড়া মাসুরা খাতুনের ও শাস্তির দাবি জানায় শহীদের পরিবার। 

এ ব্যাপারে এ এসআই শাকিলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা ঘটনাটি জেনেছি। তবে শাকিল বাসায় আসেনি।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ এসপি) আরজুমা আক্তার জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি। তিনি কেন নাই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

মন্তব্য (০)





image

পাবনায় মাকে মারধোর করায় ছেলে-বৌসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ ...

image

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগ...

image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে...

image

চাটমোহরে অশ্লীলতা মাদক ও নগ্নতার প্রতিবাদে মানববন্ধন; জড়ি...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প...

image

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে...

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্র...

  • company_logo