• সমগ্র বাংলা

ভিপি নূর ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মাগুরায় সর্বদলীয় বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় গণঅধিকার পরিষদ, মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ভায়না মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজার, সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, গণ অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, খেলাফত সহ-সভাপতি ড. মাওলানা ফয়জুল ইসলাম, ইসলামিক আন্দোলন মাগুরা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওসমান গনি সাঈফি, বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা সদর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান রমজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, সাবেক মুখ্য সংগঠক মোঃ রকিবুল ইসলাম, পড়ুয়া বাংলাদেশ মাগুরা জেলা শাখার দেলোয়ার হোসেন দৌলত, গণঅধিকার পরিষদ মাগুরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুল আরেফিন, শ্রমিক অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা পৌর শাখার সহ-সভাপতি ইমামুল হোসেন ইলাম প্রমূখ।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে ভিন্নমতের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে আরও বলা হয়, নূরুল হক নূর দেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর উপর হামলা আসলে গণতন্ত্রের উপর হামলার সামিল। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতেই এ ধরনের অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বক্তারা।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা গণঅধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, ছাত্র-যুব সমাজ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় মাকে মারধোর করায় ছেলে-বৌসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ ...

image

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগ...

image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে...

image

চাটমোহরে অশ্লীলতা মাদক ও নগ্নতার প্রতিবাদে মানববন্ধন; জড়ি...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প...

image

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে...

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্র...

  • company_logo