• সমগ্র বাংলা

নওগাঁয় লটারীতে ডিলার নিয়োগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন উপস্থিত থেকে স্বচ্ছতার ভিত্তিতে এই লটারীর কার্যক্রম সম্পন্ন করেন।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই লটারীর অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: গোলাম মাওলা, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, গণমাধ্যমকর্মী, আবেদনকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন জানান নওগাঁ সদর উপজেলার ২৯টি পয়েন্টে খাদ্যবান্ধব ডিলারের নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার প্রেক্ষিতে ১২৯টি আবেদন পাওয়া যায়। যাচাই-বাছাইয়ে ৬৯টি আবেদন বৈধ হয়। সেই বৈধ আবেদনগুলোর মধ্যে প্রকাশ্যে লটারীর মাধ্যমে ২৯জন ডিলারের নাম পাওয়া গেছে। পরবর্তিতে তাদের চ’ড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে এবং উপজেলার নির্ধারিত পয়েন্টেগুলোতে চলতি মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচির পণ্য বিতরণ কাজ শুরু করা হবে। ডিলার নিয়োগের প্রক্রিয়াকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারেন সেই লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে এই লটারী পদ্ধতিতে ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হলো। স্বচ্ছতার ভিত্তিতে প্রশাসনের সকল কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আগামীতেও এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় মাকে মারধোর করায় ছেলে-বৌসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ ...

image

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগ...

image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে...

image

চাটমোহরে অশ্লীলতা মাদক ও নগ্নতার প্রতিবাদে মানববন্ধন; জড়ি...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প...

image

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে...

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্র...

  • company_logo