• সমগ্র বাংলা

সীমান্তে ২ বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আরও দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

‎শনিবার শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের নিশিপাড়া ও বিশরশিয়া এলাকার পদ্মা নদীতে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন- শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর-হঠাতপাড়ার মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার গোলাম মর্তুজার ছেলে সেলিম রেজা (৩৭)। তারা দুজন পেশায় জেলে বলে স্থানীয়রা দাবি করেছেন।

‎এর আগে ২৮ জুলাই রাতে একই সীমান্তে সৈবুর আলী নামে আরেক রাখালকে হত্যা করে পদ্মায় ভাসিয়ে দেয় বিএসএফ। ৩১ জুলাই রাজশাহীর গোদাগাড়ী এলাকার পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা আরও জানান, ওই রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে নিহতরা ভারতে অনুপ্রবেশ করেন। এরপর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের খুঁজতে ভারতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে পরিবার দুটি। তবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরমধ্যে শনিবার বিকালে পাঁকা ইউনিয়নের নিশিপাড়া চর এলাকায় শফিকুলের এবং বিশরশিয়া এলাকায় পদ্মার মাঝখানে সেলিম রেজার লাশ ভাসতে দেখেন জেলেরা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তারা দুজন পদ্মায় মাছ ধরতে গিয়েছিল নাকি সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়েছিল তা নিয়ে এলাকার মানুষের মাঝে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।

‎এলাকাবাসীর একাংশ জানায়, শফিকুল ও সেলিম দুজন সীমান্ত পেরিয়ে গরু আনতে ভারতে গিয়েছিল। গরু নিয়ে ভারতের ধুলিয়ান ঘাট থেকে পদ্মায় নেমে পড়েন তারা। মাঝপথে বিএসএফ স্পিডবোট নিয়ে তাদের তাড়া করে। পরে আটকের পর তাদের হত্যা করে পদ্মায় ভাসিয়ে দেয় বিএসএফ।

‎মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সমির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে, পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতের কারণে তারা ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। ভারতের বিএসএফ চোরাকারবারি ভেবে তাদের আটক করে হত্যা করে থাকতে পারে।

‎শিবগঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকার পদ্মা নদীতে দুজনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় বিজিবি। এরপরে পুলিশ পাঠানো হয়। লাশ দুটো অর্ধগলিত হওয়ায় সুস্পষ্টভাবে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।

‎চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মাসুদপুর বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকার পদ্মা নদীতে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মৃত্যুর রহস্য বের করতে পারবে। সেজন্য তাদের জানানো হয়েছে। ওই দুজন ব্যক্তিকে বিএসএফ হত্যা করেছে কিনা আমরা নিশ্চিত নই। তবে নিহতের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

‎তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমরা ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু তারা হত্যার কথা অস্বীকার করেছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে গোনা ইউনিয়ন বিএনপির...

image

শ্রীপুরে তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরায় "রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫" উদযাপন: আলোচনা সভ...

মাগুরা প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং ব...

image

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই বাংলাদেশ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্...

image

ঈশ্বরগঞ্জে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...

  • company_logo