• সমগ্র বাংলা

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন। 

ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মোমেনশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম প্রমুখ।

এছাড়াও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী: ময়মনসিংহ-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ময়মনসিংহ-২ আসনের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী মাওলানা আইয়ুব আলী নূরানী, ময়মনসিংহ-৮ আসনের প্রার্থী মুফতী হাবিবুল্লাহ সাহেব, ময়মনসিংহ-৯ আসনের প্রার্থী মুফতী সাইদুর রহমান।

সমাবেশে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁরা দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, নির্যাতনের বিচার এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, তৃণমূল কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

সীমান্তে ২ বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ বিএসএফের বিরু...

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আরও...

image

মাগুরায় "রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫" উদযাপন: আলোচনা সভ...

মাগুরা প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং ব...

image

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই বাংলাদেশ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্...

image

ঈশ্বরগঞ্জে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...

image

চাটমোহরে ১৪ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে জার্দিস মোড় থেকে হান্ডিয়...

  • company_logo