
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগুরায় উদযাপিত হলো “রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫”। এ উপলক্ষে আজ শনিবার (০২ আগস্ট) সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মাগুরার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি মাগুরার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মিঠুন সরদার এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের জন্য অমূল্য বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অগ্রগতিতে মুখ্য ভূমিকা রাখছেন। সরকার এই অবদানের স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাগুরায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল প্রবাসী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগ্রহী তরুণদের জন্য পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন মাগুরা। আয়োজন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, মাগুরা।
এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকলে এ ধরনের আয়োজনকে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে গোনা ইউনিয়ন বিএনপির...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আরও...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...
মন্তব্য (০)