
ছবিঃ সংগৃহীত
পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ যুব ছায়া সংসদ ২০২৫-এ ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শান্তিবাগ) থেকে ইয়ুথ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো: আবু জুবায়ের।
ছাত্রজীবন থেকেই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন জুবায়ের। তিনি বর্তমানে মনারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে (এলএল.বি) পড়াশোনা করছেন। পড়ালেখার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি, নেতৃত্বমূলক কর্মসূচি এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন। এছাড়াও গতবছর বছর তিনি এশিয়া প্যাসিফিক ডিপ্লোম্যাসি ফোরামে “ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪”-এর জন্য মনোনীত হন।
জুবায়ের বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা দেশের সবচেয়ে বড় শক্তি। এই প্ল্যাটফর্ম আমাকে তরুণদের চাওয়া-পাওয়ার কথা সংসদীয় কাঠামোর মতো একটি মঞ্চে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”
বর্তমানে তিনি দেশের বিভিন্ন সামাজিক, নেতৃত্ব বিকাশ ও মানবিক কার্যক্রমে যুক্ত আছেন এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও অধিকার আদায়ের বিষয়ে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন, "একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সচেতন বাংলাদেশ গঠন, যেখানে তরুণরা হবে নেতৃত্বের অগ্রসেনা।"
পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসার সাথে সাথে এক...
নড়াইল প্রতিনিধিঃ একটি স্কুলের শিক্ষার্থীদের কারো বয়স ৫...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শত বছ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...
মন্তব্য (০)