
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসার সাথে সাথে একশ্রেণীর অসাধু মৎস্য শিকারি ছোট বড় দেশীয় প্রজাতির পোনা ও মাছ স্বীকার করতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে। অসাধু মাছ ব্যবসায়ীরা মাছ শিকারীদের দাদনে সকল জাল কিনে দিয়ে সারা বছর মুনাফা ভোগ করো। অপরদিকে এই অবৈধ জালের কারণে চলনবিল অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সহ জলজ প্রাণী পড়েছে হুমকির মুখে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ জেলে ও মৎস্যজীবী পরিবার। একই সাথে চলনবিল হারাচ্ছে তার চিরচারিত ঐতিহ্য।
এবছর চলনবিল অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বর্ষার শুরু থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রায় প্রতিটি অভিযানেই লাখ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। একই সাথে এ সকল জালে আটক হওয়া ছোট দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী অবমুক্ত করা হচ্ছে বিলগুলোতে।
সেই ধারাবাহিকতায় (৩১শে জুলাই) বৃহস্পতিবার চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলা আড়াইটা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের ভাংগা ব্রীজ সংলগ্ন নলুয়া বিল, নলডাংগা বিল, নবীন ও চর নবীন বিল, ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ী জোলা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সুদেব কুমার সিংহ সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমান আদালত এসময় প্রায় ১৩০ পিস চায়না দুয়ারী জাল (আনুমানিক বাজার মূল্য ৪০০০×১৩০= ৫ লক্ষ টাকা) জনসম্মুখে পুড়িয়ে ধবংস করে।
এদিকে নিয়মিত এই অভিযান পরিচালনায় সাধুবাদ জানিয়েছে চাটমোহরের সুধীজনসহ পরিবেশ প্রেমীরা। একই সাথে চায়না দুয়ারী জাল উৎপাদন ও বিপণন বন্ধেরও জোর দাবি জানান সাধারণ মানুষ।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...
লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...
পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...
শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়...
মন্তব্য (০)