• সমগ্র বাংলা

শেরপুরে ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শিরোপা জিতেছে বন্দেবাড়ি একাদশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে দমদমা এলাকার মফিল উদ্দিনের ইটভাটা মাঠে রোমাঞ্চ ও টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পশ্চিমপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে ওই গৌরব অর্জন করে তারা। খেলার ১৬তম মিনিটে দলের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করে ম্যান অব দি ফাইনালের পুরষ্কার জিতেন আশরাফুল ইসলাম। ফাইনাল খেলাটি পরিচালনা করেন শেরপুর রেফারি এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির। দমদমা যুব সমাজ এ টূর্ণামেন্টের আয়োজন করে। নকআউট পদ্ধতিতে পরিচালিত এ টূর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রায় ১ হাজারের অধিক দর্শক খেলাটি উপভোগ করেন।


টূর্ণামেন্টে সেরা রেফারির পুরষ্কার জিতেন মনিরুজ্জামান মনির, উদীয়মান রেফারির পুরষ্কার জিতেন চাঁন মিয়া, সহকারি রেফারির পুরষ্কার জিতেন সাব্বির আহম্মেদ ও বিশাল সরকার। সেরা গোলকিপারের পুরষ্কার জিতেন মোহাম্মদ মাইমুন।

আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক জাহাঙ্গীর আলম  সম্রার্ট এর সভাপিতত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, প্রভাষক মাহবুব হাসান রুবেল ও তরুণ সমাজসেবক আবু জাফর। আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক চাঁন মিয়া আকন্দ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক মোনায়েম হাসান মিস্টার, শাকিল আহম্মেদ, জীবন আহম্মেদ, বিশাল সরকার, সাব্বির আহমেদ প্রমুখ।

জাহাঙ্গীর আলম সম্রার্ট বলেন, ‘আলহামদুলিল্লাহ’ আমরা প্রথম আসরে সফল। সকলের সহযোগিতা পেলে এ টূর্ণামেন্ট আমরা প্রতিবছর আয়োজন করবো। ২ দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, লীগে ২ দল ভাল খেলেছে বলেই ফাইনালে উঠেছে। খেলায় হার- জিত থাকবেই, প্রতিযোগিতা থাকবেই-কিন্তু প্রতিহিংসা নয়। সম্রার্ট আরও বলেন, ভাল খেলা খেলেই ২০২৫ ফুটবল মৌসুমে শিরোপা অর্জন করেছে বন্দেবাড়ি একাদশ। সবাইকে অভিনন্দন।

মন্তব্য (০)





image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...

image

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...

image

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...

image

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...

image

গোপালপুরে কৃষকের কলা গাছ কেটে বিনষ্ট লক্ষাধিক টাকার ক্ষতি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়...

  • company_logo