• সমগ্র বাংলা

জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নিচতলায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

‎গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

‎গণস্বাক্ষর উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য প্রথমে এগিয়ে এসেছে আমাদের ছাত্রসমাজ। এরপর দেশের সর্বস্তরের মানুষ নিজেদের অবস্থান থেকে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছে। কিন্তু আজও কিছু চিহ্নিত অপশক্তি নানা ষড়যন্ত্র ও বৈষম্যের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এই অপশক্তি ও হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবিতেই এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সাহস না পায়। খুনিদের বিচারের দাবিতেই আমাদের এই আয়োজন।

‎উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ২০২৪ সালের জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞের চিত্র আজও চোখের সামনে ভেসে ওঠে। অনেক ছাত্র ও সাধারণ মানুষ এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, ফিরে পেয়েছি স্বাধীনতার প্রকৃত স্বাদ। অথচ এখনো সেই খুনিদের বিচার হয়নি। তিনি আরও বলেন, দেশমাতৃকার প্রয়োজনে জুলাই অভ্যুত্থানে ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, খুনিদের বিচারের দাবিকে শক্তিশালী করার একটি প্রতীকী প্রতিবাদ। এর মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি।

‎উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি সকলের সম্মিলিত প্রয়াসে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যেতে চাই। বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞ গুলোর মধ্যে ‘জুলাই হত্যাযজ্ঞ’অন্যতম নৃশংস। বিচারের দীর্ঘসূত্রিতা জনগণের মনে হতাশা সৃষ্টি করছে। ঈশ্বরগঞ্জে এ গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করলো।

‎উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসন মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষ প্রার্থনা ও শোক র্যা লি। গণস্বাক্ষর কর্মসূচি তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে গুরুত্বের সাথে পালিত হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করবে ‘খুনিদের বিচার চাই’।

মন্তব্য (২)





image
image
image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...

image

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...

image

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...

image

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...

image

শেরপুরে ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...

  • company_logo