
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৪ এবং জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ৩০ জন চালকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর-মধুপুর হাইওয়ের পুরাতন বাইপাস মোড়ে এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানে যানবাহনের কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স,যানবাহনের ফিটনেস, রুট পারমিট এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের বিষয়গুলো যাচাই করা হয়। এসব ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে ৩০ জন চালকে জরিমানা করা হয়। ৩০ জনকের কাছে থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম। তাঁকে সহায়তা করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।'
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারে...
পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসার সাথে সাথে এক...
নড়াইল প্রতিনিধিঃ একটি স্কুলের শিক্ষার্থীদের কারো বয়স ৫...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শত বছ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ...
মন্তব্য (০)