• সমগ্র বাংলা

জলবায়ু পরিবর্তনবিষয়ক সভায় বক্তারা- দেশে কৃষিতে স্মার্ট প্রযুক্তির প্রয়োগ জরুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি শুধু উপকারী নয়, বরং এখন তা অপরিহার্য হয়ে উঠেছে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

গত বুধবার (৩০জুলাই) দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনের হলরুমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ে গবেষণা ফল বিনিময়সভায় এসব কথা বলেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করে টেকসই ও অভিযোজনযোগ্য জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি ও চর্চাবিষয়ক সমন্বিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজনযোগ্য কৃষি কৌশল ও নীতিমালা গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়, যা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণিকে সরাসরি সুবিধা দিতে পারে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক,  মো: সিরাজুল ইসলাম,। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগণ ও প্রতিবন্ধীরা।

 

তাই তাদের অভিযোজন ক্ষমতা বাড়াতে বিজ্ঞানভিত্তিক ও বাস্তবভিত্তিক কৃষি প্রযুক্তি দরকার।’সভায় ইএসডিওর নির্বাহী পরিচালক  ড. মুহম্মদ শহীদ উজ জামান

বলেন,‘অ্যাকসেস প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যদি যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ করা হয়, তাহলে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে কৃষকদের রক্ষা করা সম্ভব।’

ওয়াটার, ফুড ও ক্লাইমেট ডোমেইন, হেলভেটাস  এর ম্যানেজার- আয়াতুল্লাহ আল মামুন,  বলেন, ‘জলবায়ু-স্মার্ট কৃষি এখন আর বিকল্প নয়, বরং এটি ভবিষ্যতের জন্য অপরিহার্য পথ।’ প্রতিবেদনে উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার ঘটনা বেড়েছে।

এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক ও প্রতিবন্ধী জনগোষ্ঠী। গবেষণায় ১০টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং ৩৫০ জন কৃষকের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।জলবায়ু-স্মার্ট প্রযুক্তির মধ্যে জল-সাশ্রয়ী চাষাবাদ, জৈব সার ব্যবহার, লবণসহিষ্ণু ধান ও সবজি জাত, উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি প্রভৃতি উপায় চিহ্নিত করা হয়।

 

আলোচনায় অংশ নেন দেশের কৃষি ও পরিবেশ বিষয়ক গবেষক ও শিক্ষকরা।উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ড. মো. শোয়াইবুর রহমান,বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, রংপুর ড. রকিবুল হাসান, প্রধান,কলামিষ্ট ও নদী গবেষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ড. তুহিন ওয়াদুদ প্রমুখ।

 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী; পানি খাদ্য ও জলবায়ু ব্যবস্থাপক আয়াতুল্লাহ-আল মামুন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ইঞ্জিনিয়ার আজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা আরো বলেন, কৃষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী কৃষকদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় গবেষণানির্ভর সমাধান তৈরি করতে হবে। জলবায়ু অভিযোজনকে জাতীয় উন্নয়ন নীতির কেন্দ্রে আনতে হবে।

রংপুর ব্যুরো

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি শুধু উপকারী নয়, বরং এখন তা অপরিহার্য হয়ে উঠেছে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

গত বুধবার (৩০জুলাই) দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনের হলরুমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ে গবেষণা ফল বিনিময়সভায় এসব কথা বলেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করে টেকসই ও অভিযোজনযোগ্য জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি ও চর্চাবিষয়ক সমন্বিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজনযোগ্য কৃষি কৌশল ও নীতিমালা গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়, যা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণিকে সরাসরি সুবিধা দিতে পারে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক,  মো: সিরাজুল ইসলাম,। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগণ ও প্রতিবন্ধীরা।

 

তাই তাদের অভিযোজন ক্ষমতা বাড়াতে বিজ্ঞানভিত্তিক ও বাস্তবভিত্তিক কৃষি প্রযুক্তি দরকার।’সভায় ইএসডিওর নির্বাহী পরিচালক  ড. মুহম্মদ শহীদ উজ জামান

বলেন,‘অ্যাকসেস প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যদি যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ করা হয়, তাহলে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে কৃষকদের রক্ষা করা সম্ভব।’

 

ওয়াটার, ফুড ও ক্লাইমেট ডোমেইন, হেলভেটাস  এর ম্যানেজার- আয়াতুল্লাহ আল মামুন,  বলেন, ‘জলবায়ু-স্মার্ট কৃষি এখন আর বিকল্প নয়, বরং এটি ভবিষ্যতের জন্য অপরিহার্য পথ।’ প্রতিবেদনে উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার ঘটনা বেড়েছে।

 

এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক ও প্রতিবন্ধী জনগোষ্ঠী। গবেষণায় ১০টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং ৩৫০ জন কৃষকের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।জলবায়ু-স্মার্ট প্রযুক্তির মধ্যে জল-সাশ্রয়ী চাষাবাদ, জৈব সার ব্যবহার, লবণসহিষ্ণু ধান ও সবজি জাত, উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি প্রভৃতি উপায় চিহ্নিত করা হয়।

আলোচনায় অংশ নেন দেশের কৃষি ও পরিবেশ বিষয়ক গবেষক ও শিক্ষকরা। উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ড. মো. শোয়াইবুর রহমান,বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, রংপুর ড. রকিবুল হাসান, প্রধান,কলামিষ্ট ও নদী গবেষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ড. তুহিন ওয়াদুদ প্রমুখ।

 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী; পানি খাদ্য ও জলবায়ু ব্যবস্থাপক আয়াতুল্লাহ-আল মামুন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ইঞ্জিনিয়ার আজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা আরো বলেন, কৃষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী কৃষকদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় গবেষণানির্ভর সমাধান তৈরি করতে হবে। জলবায়ু অভিযোজনকে জাতীয় উন্নয়ন নীতির কেন্দ্রে আনতে হবে।

মন্তব্য (০)





image

ঢাকায় অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানব...

নিজস্ব প্রতিবেদক : অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানববন...

image

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ইউপি ...

image

দোহারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে আক্তার (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ ...

image

“জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো” স্লোগান নিয়ে মানুষের দ্বারে...

পাবনা প্রতিনিধি : জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্ব...

image

ফরিদপুরে ড্যাব কেন্দ্রীয় কমিটি নির্বাচনে ডাঃ আজিজ-শাকুর ...

ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর ক...

  • company_logo