• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিজিবির অভিযানে মাদক সহ কারবারি আটক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি :বৃহস্পতিবার রাতে ও দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১জন আসামী আটক  এসময় গাঁজা ও ভারতীয় কোয়ার্ড ক্রিম জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, অনন্তপুর বিওপি’র আওতাধীন বালাবাড়ী ভাগুয়ার ভিটা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্হানে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ইস্কাফ সিরাপসহ ০১জন আসামী আটক করতে সক্ষম হয় এবং মোগলহাট বিওপির আওতাধীন কুমারটারী (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) নামক স্থানে ০১টি বিশেষ টহলদল অভিযান চালায়। উক্ত অভিযানে কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমান মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। 

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় গাঁজা ৮.৯ কেজি ও কোয়ার্ড ক্রীম-৩০০পিস, বাজার মূল্য-১,০৬,১৫০/- এবং ভারতীয় ইস্কাফ সিরাপ-৩৩ বোতল এবং ০১টি বাইসাইকেল, বাজার মূল্য-২২,২০০/-। যার সর্বমোট বাজার মূল্য-১ লক্ষ ২৮ হাজার ৩ শত ৫০  টাকা। এ ঘটনায় ০১টি বাইসাইকেল ও ৩৩ বোতল ইস্কাফ সিরাপসহ আটকৃত আসামী মোঃ রাশেদুল হক (২৭), পিতাঃ মোঃ আব্দুল  মালেক, গ্রামঃ অনন্তপুর বালাবাড়ী, থানাঃ ফুলবাড়ী ও জেলাঃ কুড়িগ্রাম এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে ।

মন্তব্য (০)





image

ঢাকায় অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানব...

নিজস্ব প্রতিবেদক : অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানববন...

image

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ইউপি ...

image

দোহারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে আক্তার (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ ...

image

“জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো” স্লোগান নিয়ে মানুষের দ্বারে...

পাবনা প্রতিনিধি : জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্ব...

image

ফরিদপুরে ড্যাব কেন্দ্রীয় কমিটি নির্বাচনে ডাঃ আজিজ-শাকুর ...

ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর ক...

  • company_logo