• সমগ্র বাংলা

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করে ঘরে তুলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা।  নদীর চর জবরদখল হলেও অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন চর রক্ষায় দৃশ্যমান কোন ভূমিকা রাখছে না। তবে ভিন্ন সুর জবরদখলকারী ব্যক্তির মুখে  তিনি বলেছেন এখানে মসজিদ নির্মাণ হচ্ছে। এভাবে অবৈধ ভাবে  নদীর চর জবরদখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করায় উদ্বিগ্ন নদী ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশে দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশেই বহুবছর আগে নদীর বিশাল একটি অংশে চর জেগেছে। সরেজমিনে দেখাযায় গোসিঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদীর জায়গায় জায়গায় পাশাপাশি কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। বর্তমান দুটি স্থাপনার নির্মাণ কাজ চলমান। পাশেই রয়েছে ইটাবালি। কাঠ-বাঁশ। কাজ করছে কয়েকজন কাঠমিস্ত্রী। আর এসব স্থাপনা গড়ে উঠছে  স্থানীয় খেয়াঘাটের ইজারাদার আক্তার হোসেন খানের নেতৃত্বে। নদীর চরে গড়ে তুলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা।

স্থানীয় বাসিন্দারা জানান , নদীর চরে মসজিদ হবে শুনলাম। এটার নাম দিলে তো আর কোন সমস্যা নেই। আসলে এখানে মসজিদ কেন। দুদিন পর তো পানিতে তলিয়ে যাবে। প্রায় প্রতিবছরই এই অংশ  পানিতে তলিয়ে যায়। পাশেই তো বাজারে কয়েকটি মসজিদ রয়েছে। তাহলে এখানে কেন? 

স্থানীয় বাসিন্দারা আরো জানান, নদীর চর তো বহুদিনের। হঠাৎ করে দোকানপাট হচ্ছে। খেয়াঘাট সংলগ্ন জায়গায় কয়েকটি ঘর হয়েছে। এগুলো তো ক্ষমতা না থাকলে করা যায় না। পাশেই ভূমি অফিস কই ওঁরা তো একদিনও জিজ্ঞেস করলো না? নদীর চরে কি করে এগুলো হচ্ছে। মসজিদ এখানে কেন? বাজারে কয়েকটি মসজিদ রয়েছে। আসলে এটা জবরদখল। মসজিদের নামে মুলত চর দখল হচ্ছে। 

অভিযুক্ত আকতার হোসেন খান বলেন, নদীর চরে নতুন করে মসজিদ নির্মাণ করা হচ্ছে। নদীর চরে মসজিদ কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষয়টি জানেন। তাদেরকে জানিয়ে মাটি ভরাট করে নির্মাণ কাজ চালানো হচ্ছে। বাকি দোকানপাট কি করে গড়ে তুলা হয়েছে? এমন প্রশ্নের জবাব তিনি কোন উত্তর দিতে রাজি হননি।

শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী বলেন, প্রথমে ইউনিয়ন পরিষদ রাস্তা করলো। আমরা বাধা দিলাম। প্রশাসন ব্যবস্থা নিয়ে রাস্তা বন্ধ করলো না। এখন সেই রাস্তা দিয়ে গিয়ে দখল করে স্থাপনা বানাবে! এরকম হলে হতাশা ছাড়া আর কিইবা থাকে! আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আবারও প্রশাসনকে বলছি আপনারা এগুলো বন্ধে ব্যবস্থা নিন। নদীর পাড়ে কোনো স্থাপনা দেখতে চাইনা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

গোসিঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, নদীর চর জবরদখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে বিষয়টি জানানোর পরপরই আমি তদন্তে যাচ্ছি। আপনাকে জানিয়ে স্থাপনা নির্মাণ হচ্ছে এমন প্রশ্নের জবাব তিনি বলেন আমাকে কেউ অবহিত করেনি। এটি মিথ্যা অভিযোগ। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল...

পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসার সাথে সাথে এক...

image

ফিল্ড স্কুল প্রোগ্রামের প্রশিক্ষন পেয়ে খুশি নড়াইলের কৃষক ...

নড়াইল প্রতিনিধিঃ একটি স্কুলের শিক্ষার্থীদের কারো বয়স ৫...

image

গোপালপুরে শতবর্ষী বটগাছ ভেঙে পড়ে আহত ১৭, উদ্ধার অভিযানে ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শত বছ...

image

ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানবন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ...

image

৭২ কোটি ব্যয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বস, আহত ১০

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

  • company_logo