• খেলাধুলা

পন্থের জায়গায় ভারতীয় দলে রেকর্ড গড়া সেই জাগাদিসান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : ২০২২ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অসাধারণ কীর্তি গড়ে বিশ্ব ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন নারায়ান জাগাদিসান। এবার ভারতীয় দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৫০ ওভারের ক্রিকেটে রেকর্ড গড়া ক্রিকেটার জাতীয় দলে আসছেন টেস্ট স্কোয়াড দিয়ে।

চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ম্যানচেস্টার টেস্টে চোট পান উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। যার কারণে ছিটকে গেছেন তিনি। পন্থের বদলেই জাগাদিসানকে দলে ডেকেছে বিসিসিআই।

ভারতের স্কোয়াডে অবশ্য উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল আছেন। পন্থের চোটে ম্যানচেস্টার টেস্টে কিপিং করেছেন তিনি। ওভালে শেষ টেস্টের একাদশেও জুরেলের থাকা একরকম নিশ্চিত। জাগাদিসানকে তবু উড়িয়ে নেওয়া হচ্ছে যদি কোনো জরুরি প্রয়োজন পড়ে।

২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জাগাদিসান। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটি অনন্য কীর্তি। এর মধ্যে এক ম্যাচে খেলেছিলেন ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আরুনাচলের বিপক্ষে সেই ম্যাচে সাই সুদার্সানের সঙ্গে ৪৩৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তিনি। এই সংস্করণে যা একমাত্র চারশ রানের জুটি।

প্রথম শ্রেণির ক্রিকেটেও রেকর্ড বেশ ভালো জাগাদিসানের। ৫২ ম্যাচে ৩ হাজার ৩৭৩ রান করেছেন তিনি ৪৭.৫০ গড়ে। সেঞ্চুরি করেছেন ১০টি, এর মধ্যে আছে একটি ট্রিপল সেঞ্চুরিও। রোববার ইংল্যান্ডের ভিসা পেয়েছেন জাগাদিসান। মঙ্গলবারই দলের সঙ্গে লন্ডনে যোগ দেওয়ার কথা তার। ওভাল টেস্ট শুরু বৃহস্পতিবার। শেষ টেস্টের আগে ইংল্যান্ড এগিয়ে আছে ২-১ ব্যবধানে।

মন্তব্য (০)





  • company_logo