
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত 'তারুণ্যের উৎসব'কে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরি শেষ হতে পারেনি। সিডিউল অনুযায়ী সব ম্যাচ সম্পন্ন না হলেও, বাকি ম্যাচগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে।
পুরুষ বিভাগের খেলায় দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পাবনা জেলা ৪৩-৪০ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে হারিয়েছে। এরপর রাজশাহী জেলা ৪৩-২৫ পয়েন্টে নাটোরকে পরাজিত করে। পরের ম্যাচগুলোতে স্বাগতিক বগুড়া জেলা ৩৮-১১ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জকে এবং জয়পুরহাট জেলা ৪৫-১৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারায়। দিনের পরবর্তী খেলায় বগুড়া জেলা ৫৮-১২ পয়েন্টে পাবনা জেলাকে এবং নাটোর জেলা ৪৭-২৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারিয়েছে। তবে বৃষ্টির কারণে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
র্যাংকিংয়ে অবনতি, দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ
নারী বিভাগের খেলায় জয়পুরহাট জেলা ২৭-০৬ পয়েন্টে নাটোর জেলাকে পরাজিত করেছে। দিনের আরেক খেলায় বগুড়া জেলা ৪৩-২৫ পয়েন্টে পাবনা জেলাকে হারিয়ে নিজেদের দাপট দেখিয়েছে। আজকের অসমাপ্ত ম্যাচগুলো আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্কঃ এশিয়া কাপের আগামী আসর মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছি...
স্পোর্টস ডেস্ক : বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়...
স্পোর্টস ডেস্ক : পুরো ক্যারিয়ারে যা করেছেন, সেটাই জিম্বাবুয়ে ক্রিকেটের ক...
নিউজ ডেস্ক : লিঁও মারশাঁকে পুলের এমবাপ্পে বলা হয়। ...
স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে গত ২৪ মার্চ দু&rsqu...
মন্তব্য (০)