
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করে মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসার সময় এক কসাইকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কসাইয়ের নাম শাহানুর রহমান (৪২)। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের জোবেদ আলীর ছেলে। এদিকে শনিবার (১২ জুলাই) দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা ভেটেরেনারী সার্জন ডা. মওদুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওই কসাইয়ের দোকান থেকে মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, “শাহানুর অনেকদিন থেকে রোগাক্রান্ত, মরা,পঁচা মাংস বিক্রি করে আসছে। কিন্তু তাকে কোনোদিনও হাতেনাতে ধরতে পারিনি। গত শুক্রবার রাত ১১টার দিকে শাহানুর কসাইয়ের এক সহযোগীকে দিয়ে অটোরিকশাযোগে বস্তায় ভরে মাংস নিয়ে যাওয়ার সময় আমাদের সন্দেহ হয়। আমরা অটোরিকশাটি থামতে বললে কসাইয়ের সহযোগী দৌড়ে পালিয়ে যায়। আমরা বস্তা খুলে পঁচা দুর্গন্ধযুক্ত মাংস দেখতে পাই। পরে শাহানুর কসাই নিজে এসে এলাকাবাসীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং মাংস গুলো পুঁতে রাখার প্রস্তাব দেয়। কিন্তু উত্তেজিত জনতা তাতে রাজি না হয়ে তাকে আটক করে উপযুক্ত শাস্তির দাবিতে রাত আড়াইটার দিকে পুলিশের কাছে সোপর্দ করে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, “ঘটনাটি গভীর রাতে ঘটেছে। ওই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব ছিল না। ওই মাংস বিক্রেতাকে লাইসেন্স ছাড়া আর মাংস বিক্রি করতে দেওয়া হবে না। আর ভবিষ্যতে কখনও যেন অসুস্থ, রোগাক্রান্ত বা মরা পশুর মাংস বিক্রি না করে সে রকম মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হযেছে।”
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সেনা ক্যাম্প এবং পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে র্যাবের মাদকবিরোধী অভিযানে ২৫ ...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নয় বছরের...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষি...
মন্তব্য (০)