
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “নিয়মিত ভ’মি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় নওগাঁয় তিন দিনব্যাপী ভ’মি মেলার উদ্বোধন করা হয়েছে। বোরবার সকালে সদর উপজেলা ভ’মি অফিস প্রাঙ্গনে ফেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
নওগাঁ জেলা প্রশাসন ও সদর উপজেলা ভ’মি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন, সদর উপজেলা সহকারী কমিশনার সালমান হাবিব, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গনমাধ্যমকর্মী, সেবা গ্রহিতা, সুধীজন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সেবা গ্রহিতাদের মাঝে ভূমির খাজনা আদায়ের রশিদ, খারিজের রশিদ, নামজারির রশিদ, ভ’মি অধিগ্রহণের অর্থের চেক প্রদান করা হয়। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলার প্রতিটি ভূমি অফিসে আগামী তিন দিনব্যাপী বিশেষ ভূমিসেবা প্রদান, বিনামূল্যে অনলাইনে আবেদন করার সুযোগ ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা কার্যক্রম চালানো হবে। এমন আয়োজন স্বচ্ছতার সঙ্গে ভ’মি সেবা প্রতিটি মানুষের দ্বারে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ভ’মি সেবা প্রাপ্তি সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে। আগে সেবা প্রাপ্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে তবেই যে কোন সরকারি অফিসে গিয়ে হয়রানী ছাড়াই সহজেই সেবা পাওয়া সম্ভব হবে। আর ভ’মি সেবা নিতে আসার অধিকাংশ মানুষরাই জানেন না ডিজিটাল ভ’মি সেবা সম্পর্কে। আর এই সব মানুষরা যখন ইউনিয়ন পর্যায়ে ভ’মি সংক্রান্ত সেবা নিতে আসেন তখন অনেক ভ’মি কর্মকর্তা-কর্মচারীরা ওই সব সেবা গ্রহিতাদের একটি বিষয় একাধিক বলতে নারাজ। তাই অনেক মানুষই ভয়ে তৃতীয় পক্ষের দালালদের কাছে গিয়ে হয়রানীর শিকার হোন এবং অর্থ খোয়া দেন। আগে তথ্য জানতে এবং অপরকে জানাতে হবে। আর এই জন্য প্রত্যন্ত এলাকার মানুষদের ভ’মি সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাগা সেবা নিতে আসার প্রতি মানুষদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে একটি বিষয় একাধিকবার ভালো ভাবে বুঝিয়ে দিয়ে ভ’মি সেবার তথ্যগুলো সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই বলে মনে করেন জেলার এই প্রধান কর্মকর্তা।
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইব...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভয়েজ ফর চেইঞ্জ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। &nb...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে গ্রামবাসীর বাধায় পুশ ইনের চেষ্টা ব্...
মন্তব্য (০)