
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘নজরুলজয়ন্তী’ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমী নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে বরিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন ফয়েজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আইয়ুব আলী, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা কালচারাল কর্মকর্তা তাইফুর রহমান, অন্যান্য কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, সুধীজন প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পী ও অন্যান্য উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়াও কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন নওগাঁর আবৃত্তি শিল্পীরা।
এসময় প্রধান অতিথি বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই আমাদের সকলকে শুধু মুখে নয় হৃদয়ে নজরুলের দর্শন ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে নজরুলের ক্ষুরধার লেখনির কোন বিকল্প ছিলো না। সেই সময় নজরুলের প্রতিটি লেখনি মানুষকে উজ্জীবিত করেছে, সাহস যুগিয়েছে, অনুপ্রেরণা যুগিয়েছে। আজও প্রতিটি আন্দোলনে নজরুলের লেখনি আমাদের শক্তি ও মনোবল যুগিয়ে আসছে। তাই বৈষম্যহীন সুন্দর, হানাহানি মুক্ত ও ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণ করতে প্রতিটি ক্ষেত্রে নজরুলের দর্শন ও শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান এই কর্মকর্তা।
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইব...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভয়েজ ফর চেইঞ্জ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। &nb...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে গ্রামবাসীর বাধায় পুশ ইনের চেষ্টা ব্...
মন্তব্য (০)