• সমগ্র বাংলা

অবৈধ পুশইন‌কে কেন্দ্র ক‌রে সীমান্তে উত্তেজনা, বিএসএফের গু‌লি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্ত ১৪ ব‌্যক্তিকে পুশইন করাকে কেন্দ্র ক‌রে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলারে নোম‌্যান্সল‌্যা‌ন্ডে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনাকে কেন্দ্র ক‌রে সীমান্তে ক‌য়েক রাউন্ড গোলাগুলি হ‌য়ে‌ছে ব‌লে জানান স্থানীয়রা। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক্যাম্পের সদস‌্যরা কঠোর অবস্থা‌নে রয়েছে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও একাধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দি‌কে অবৈধভাবে ১৪জন নারী পুরুষকে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশইন ক‌রে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি বুঝতে পে‌রে পুশইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। এ নি‌য়ে বি‌জি‌বি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। প‌রে বিজিবির পক্ষ থে‌কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হ‌লেও বিএসএফের পক্ষ থে‌কে কো‌নো সাড়া মেলেনি ব‌লে জানা গে‌ছে। সকাল সা‌ড়ে আটটায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত সীমান্তের নোম‌্যান্সল‌্যা‌ন্ডে পুশইন করা ব‌্যক্তিরা অবস্থান কর‌ছেন ব‌লে জানা গে‌ছে।

এদের মধ্যে ৯জন পুরুষ ও ৫জন নারী, তারা সবাই ভারতের বান্দরবান জেলার বা‌সিন্দা ব‌লে প্রাথ‌মিকভা‌বে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে। ওই এলাকার খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ কয়েকজন জানান, ভারত থে‌কে কয়েকজন ব‌্যক্তি‌কে বাংলা‌দে‌শে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনাকে কেন্দ্র ক‌রে সকাল ৬টার দি‌কে বিএসএফ রাউন্ড গুলি ছো‌ড়ে । বর্তমানে পরিস্থিতি কিছু থমথমে রয়েছে ব‌লে জানান তারা।

ত‌বে জামালপুর ব‌্যাটা‌লিয়‌নের- ৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ‌্যাডজু‌টেন্ট শামসুল হক জানান, বিএসএফ অ‌বৈধভা‌বে পুশইনের চেষ্টা করলে আমা‌দের বি‌জি‌বি বাধা দেয়। পুশইন করা ব‌্যক্তিরা কোন দে‌শের নাগ‌রিক তা জানা যায়‌নি, তারা দুই দে‌শে শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ব্ধতন কর্তৃপক্ষ গে‌ছেন। কিন্তু কো‌নো গোলাগু‌লির ঘটনা ঘ‌টে‌নি ব‌লে জানান তি‌নি।

মন্তব্য (০)





image

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক : রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণের ...

image

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর ঢাকা-৮ আসন...

image

ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা ও সাবেক মন্ত্রী কামাল ইউ...

ফরিদপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা কামনা ও স...

image

ময়মনসিহ-৫ আসনের জামায়াতের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবি...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিহ ৫ মুক্তাগাছা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার...

image

কালীগঞ্জে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ১১ মামলার আসামী ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি ও নির্যাতনের ...

  • company_logo