ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিহ ৫ মুক্তাগাছা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী কেন্দ্রিয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এর সাথে মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।
শনিবার সন্ধায় মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন “ বাংলাদেশ জামায়াতে ইসলামি আমাকে দলিয়ভাবে মনোনয়ন দিয়েছেন।
মুক্তাগাছার জনগন যদি আমাকে ভোটদিয়ে জয়ী করে। আমি নির্বাচিত হয়ে মুক্তাগাছার প্রতিটি সেক্টরে দূর্নীতি মুক্ত করতে কাজ করবো বিশেষ করে শিক্ষা,পুলিশ,প্রশাসনে ঘুষখুরদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
অন্যায় অসৎ অবৈধ কোন কাজ করতে দেয়া হবেনা। মুক্তিগাছা পৌরসভায় ব্যাপক অনিয়ম হয়েছে বিশেষ করে পৌরমার্কেটে দোকান বরাদ্বে গোপনে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। পৌর প্রশাসকে এব্যপারে জানানো হলেও কোন কর্নপাত করেননি। আমি জয়ী হলে মুক্তাগাছায় অনৈতিক ভাবে কোন কাজ করতে দেয়া হবেনা। মাদনিয়ন্এনে কাজ করবো মাদকের সাথে কোন কম্প্রমাইজ করবোনা।
মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। একবছরে মাদকের জন্য যে টাকা খরচ হয় তাদিয়ে দেশের চার বছরের বাজেটের টাকার সমান। সরবারীভাবে মসজিদ,মাদ্রাসা,মন্দির ও গির্জা উন্নয়নের জন্য যে টাকা আসে তা আনুপাতিক হারে বরাদ্বদিয়ে উন্নয়ন কাজ করা হবে।
মুক্তাগাছার ১০ হাজার যুবকের কর্ম সংস্থানের লক্ষে ক্ষুদ্র কুটি শিল্প, ফুডপ্রসেসিং জোন হিসেবে গড়েতোলা হবে।ফসারী /পল্ট্রিতে পৃস্টপোষকতা দেয়া হবে। আল্লাহ যদি আমাকে জয়ীকরে তবে একাজ গুলো বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ বদরুর আলম, জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমির অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক : রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণের ...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর ঢাকা-৮ আসন...
ফরিদপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা কামনা ও স...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি ও নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়...

মন্তব্য (০)